হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলা নির্বাচনে শেষ দিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন ১৫ জন প্রার্থী।
আজ সোমবার(১৫ এপ্রিল) মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৮ই মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সর্বমোট ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করা ১৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন।
উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, শ্রমিকনেতা মোহাম্মদ হাবিব উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নিশান।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন- বর্তমান ভাইস-চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু, মোহাম্মদ জাহিদুল হুদা, মোহাম্মদ আবু ছালেহ, ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন তৌফাইল, সমাজ সেবক সাইফুল কাদির, এডভোকেট শাহাজাহান পারুল।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম, সাবেক ইউপি সদস্য মিনুয়ারা মিনু।
উল্লেখ্য ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে মহেশখালী উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৪৩৫ টি, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৯’শ ৮১ টি, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪’শ ৪৫ টি।
এ সম্পর্কিত আরো খবর:
সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জুয়েল’র মনোনয়নপত্র দাখিল
ঈদগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মমতাজ মহসিন
সদর উপজেলায় যারা মনোনয়নপত্র দাখিল করলেন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।