হাছান মাহমুদ সুজন, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দফায় ইভিএমে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে শেষ দিবস পর্যন্ত ৮ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তৎমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাই চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
তারা হলো, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম ও আছহাব উদ্দিন।
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জনের মনোনয়ন পত্র দাখিল
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আকবর খাঁন, যুবলীগ নেতা জুনাইদুল হক ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন্নেছা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন পূর্বকোণকে অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী (১৭-এপ্রিল) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে জমা দেয়া মনোনয়নপত্র যাচাই বাছায় করা হবে বলেও জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,আগামী ৮মে অনুষ্ঠেয় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ইভিএমে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে।
৬টি ইউনিয়ন নিয়ে গঠিত কুতুবদিয়া উপজেলা পরিষদ। এতে ৩৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯৭ হাজার ১৭০ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন ও নারী ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬০১ জন।
মোট ২৫৮ টি বুথে ভোট গ্রহণের জন্য ৪২ জন প্রিজাইডিং অফিসার, ২৬৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৯০ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজার জেলার সকল উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে আরো খবর পেতে এখানে ক্লিক করুন।
রশিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন!
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জনের মনোনয়ন পত্র দাখিল
কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী