মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ঈদগাও উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। তারমধ্যে, পোকখালী ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ৯০২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ৯ হাজার ৩১০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫ শত ৯২ জন। এ ইউনিয়নে কোন হিজড়া ভোটার নাই। এক নম্বর ওয়ার্ডে ২টি এবং বাকী ৮টি ওয়ার্ডে একটি করে মোট ভোট কেন্দ্র রয়েছে ১০টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে মোট ৪৬ টি।
কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, পোকখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রের মধ্যে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১১৪৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৬৩১ জন এবং মহিলা ভোটার ৫১২ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩টি। ১ নম্বর ওয়ার্ডের অপর ভোট কেন্দ্র ইছাখালী আদর্শ নুরানী মাদ্রাসা ও এতিমখানা ভোট কেন্দ্রে মোট ভোটার ৬৭০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৩৮১ জন এবং মহিলা ভোটার ২৮৯ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ২টি। ২ নম্বর ওয়ার্ডের পূর্ব পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২১৭৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১৮৬ জন এবং মহিলা ভোটার ৯৮৭ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২৫৫৬ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৪০৩ জন এবং মহিলা ভোটার ১১৫৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৭টি। ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২৪১৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৩৫২ জন এবং মহিলা ভোটার ১০৬৫ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৫ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৯৯৫ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১১৪ জন এবং মহিলা ভোটার ৮৮১ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নাইক্ষ্যংদিয়া সিসিডিবি সাইক্লোন সেন্টার ভোট কেন্দ্রে মোট ভোটার ১৪১৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৮০ জন এবং মহিলা ভোটার ৬৩৭ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি। ৭ নম্বর নম্বর ওয়ার্ডের উত্তর গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১১১৬ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৬০৩ জন এবং মহিলা ভোটার ৫১৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩টি। ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৮৬৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১০২৩ জন এবং মহিলা ভোটার ৮৪৪ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৫টি। ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৫৪৮ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮৩৭ জন এবং মহিলা ভোটার ৭১১ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি।
এছাড়া, পোকখালী ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬৫৪২ জন, সংরক্ষিত মহিলা ২ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫৮২৯ জন এবং সংরক্ষিত মহিলা ৩ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪৫৩১ জন।
পোকখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঈদগাও উপজেলা নির্বাচন অফিসার আবু সুফিয়ান রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ২৮ এপ্রিল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।