ইমাম খাইর, সিবিএন:

কক্সবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সদর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত ডেইরি ফার্ম অংশগ্রহণ করে।

যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু-ছাগল প্রদর্শন করা হয়। সেই সঙ্গে ডিম, দুধ, গবাদি পশু লালন পালনের আনুষঙ্গিক যন্ত্রপাতি, খাদ্য ও ওষুধপত্র প্রদর্শনের ব্যবস্থাও ছিল।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ঘুরে দেখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

পুকুরে গোসল করতে নেমে পুলিশের মৃত্যু

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সুশৃংখল ব্যবস্থাপনায় প্রদর্শনী দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ সাহাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শেষে এডভোকেট সাহাব উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


মেলায় অংশগ্রহণ ও সহযোগিতাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ সাহাব উদ্দিন।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।