আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনকে জরিমানা করেছে দায়ীত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
১৮ এপ্রিল দুপুর ২ টা থেকে রাত ৮ পর্যন্ত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান,উক্ত দিনে ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উল্লেখিত নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। এ সময় ইসলামাবাদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম, জালালাবাদের ফখরুদ্দিন কাজল ফরাজী, পোকখালীর মোহাম্মদ সাইফুদ্দিন ও মেম্বার পদ প্রার্থীদের মধ্যে জুনায়েদ হোসেন জিকু, কামাল হোসেন, রফিকুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী সাবিয়া আক্তারকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর।
উল্লেখ্য আগামী ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বহুল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।