দেলওয়ার হোসাইন, পেকুয়া:

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতকের দত্তক নিলেন একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা দম্পতি।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা শিশু কল্যাণ কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মিনারা দম্পতির কাছে দত্তক প্রদান করেন।

শিশু কল্যাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে শিশুটিকে দত্তক নিতে ১৫ টি আবেদন জমা পড়েন। এর মধ্যে প্রবাসী, ব্যবসায়ী,চাকরিজীবী,রাজনৈতিক ও দিনমজুর আবেদন করেন।

আবেদনকারীদের স্ব শরীরে সাক্ষাৎকার নিয়ে যাচাই বাছাই শেষে কমিটির সর্বসম্মত সিন্ধান্তক্রমে মিনারা দম্পতিকে উপযুক্ত মনে করে দত্তক প্রদান করেন।

বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসী পাচারের দায়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে আলবেনিয়া পুলিশ

মিনারা খাতুন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স, তিনি নিঃসন্তান এবং সন্তান হওয়ার সম্ভবনা নেই।


এসময় উপজেলা শিশু কল্যাণ কমিটির সভাপতি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ,পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জরুরি বিভাগে পেট ব্যথা নিয়ে এক মহিলা রোগী চিকিৎসা নিতে আসে, মহিলা এসেই টয়লেট খুঁজতে থাকে,মহিলা টয়লেট থেকে আর ফিরে আসেনি। এক সময় টয়লেট থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে নাইট গার্ড টয়লেটে গিয়ে নবজাতক কে দেখতে পায়।


নবজাতক কন্যা সন্তানটি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।