মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ঈদগাও উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। তারমধ্যে, ইসলামপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৫ হাজার ১০৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ৭ হাজার ৯৬৪ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ১৪৪ শত জন। এ ইউনিয়নে কোন হিজড়া ভোটার নাই। প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯টি। স্থায়ী ভোট কক্ষ (বুথ) রয়েছে মোট ৪০ টি।
কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা
ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালিমুল কোরআন হেফজ ও এতিমখানা ভোট কেন্দ্রে মোট ভোটার ১৩২৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৬৮৭ জন এবং মহিলা ভোটার ৬৪০ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩টি। ২ নম্বর ওয়ার্ডের নুরানী তাজবিদুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা ভোট কেন্দ্রে মোট ভোটার ১৪৭৪ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭৯০ জন এবং মহিলা ভোটার ৬৮৪ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি। ৩ নম্বর ওয়ার্ডের সহকারী বন সংরক্ষকের কার্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১১৩৬ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৬১২ জন এবং মহিলা ভোটার ৫২৪ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩টি। ৪ নম্বর ওয়ার্ডের নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৯২৫ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১০২৯ জন এবং মহিলা ভোটার ৮৯৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৫টি। ৫ নম্বর ওয়ার্ডের নাপিতখালী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২৩০৬ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১২২০ জন এবং মহিলা ভোটার ১০৮৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২৭৪৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৪২৪ জন এবং মহিলা ভোটার ১৩২৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৭টি। ৭ নম্বর ওয়ার্ডের বামনকাটা তাফহীমুল কোরআন নুরানী মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ১১৭০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৬১৪ জন এবং মহিলা ভোটার ৫৫৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩টি। ৮ নম্বর নম্বর ওয়ার্ডের ধর্মেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৬৫৪ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮৮১ জন এবং মহিলা ভোটার ৭৭৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৫টি। ৯ নম্বর ওয়ার্ডের খানঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৩৬৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭০৭ জন এবং মহিলা ভোটার ৬৬২ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি।
এছাড়া, ইসলামপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৯৩৭ জন, সংরক্ষিত মহিলা ২ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬৯৭৮ জন এবং সংরক্ষিত মহিলা ৩ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪১৯৩ জন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে রামু উপজেলা নির্বাচন অফিসার এস.এম মহীউদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ২৮ এপ্রিল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।