বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে রফিকুল ইসলাম নামক এক সেনাসদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার(১৯ এপ্রিল) সন্ধ্যায় বান্দরবান-রাঙামাটি সীমান্তে কেএনএফের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এই গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত রফিকুল ইসলাম বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম সোশালিয়া গ্রামে। তিনি র‍্যাবে কর্মরত ছিলেন।

সাবমেরিন ক্যাবল বন্ধ থাকায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত

রফিকুলের বড় ভাই মাসুদ রহমান বলেন, বান্দরবান থেকে ফোনে রফিকুলের এক সহকর্মী সেনাসদস্য কেএনএফের সঙ্গে সংঘর্ষে তাঁর ভাইয়ের মৃত্যুর খবর জানান।

রফিকুলের ছোট ভাই সবুজ আলম বলেন, ‘এখন আমরা চট্টগ্রাম সেনানিবাসে মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করছি।’

তবে এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সেনাসদস্য নিহতের বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি।

খবর পড়ুন:

কেএনএফের আরও ৯ সদস্য গ্রেপ্তার

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।