জালাল আহমদ, ঢাবি:
তীব্র তাপ প্রবাহে স্কুল এবং কলেজে আগামী ৭ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়েও ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে এই সময়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে কিনা সেই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ ২০ এপ্রিল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত ভিসি ও প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার এ প্রতিবেদক কে এই তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক সিতেশ চন্দ্র বাছার বলেন, আমরা এখনো এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসিনি। ডিনস সভা করে সিদ্ধান্ত নিতে হবে। এখন উপাচার্য দেশে নেই। উনার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামীকাল রোববার বিষয়টি নিয়ে আমরা বসবো।
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত ভিসি অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনিও একই মন্তব্য প্রদান করেন।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।