মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে বুধবার কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন। ৮২ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৫৯৮ টি। তারমধ্যে স্থায়ী বুথ ৫৫৪ টি এবং অস্থায়ী বুথ ৪৪টি।

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে কক্সবাজার পৌরসভা, ঝিলংজা ইউনিয়ন, খুরুস্কুল ইউনিয়ন, পিএমখালী ইউনিয়ন, ভারুয়াখালী ইউনিয়ন এবং চৌফলদন্ডী ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরিষদের বর্তমান পুরুষ ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে।

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁরা হলেন-সাবেক কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও জামায়াত ইসলামী নেতা শহীদুল আলম বাহাদুর। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ জন হলেন-রুমানা আক্তার, চম্পা উদ্দিন ও তাহমিনা নুসরাত জাহান লুনা। চেয়ারম্যান পদপ্রার্থী কায়সারুল হক জুয়েল ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাহমিনা নুসরাত জাহান লুনা সম্পর্কে ভাই বোন।

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২২ এপ্রিল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।