মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, সিবিএন:
নুর পেয়ারা বেগম (১৮৮৮৫) কে পেকুয়ার নতুন এসি ল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নুর পেয়ারা বেগম সহ একই পদমর্যাদার ২ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা ও সার্কেলে এসি ল্যান্ড পদে পদায়ন করা হয়।
নাফ নদীর জলসীমায় কোনো ধরনের হুমকি নেই : কোস্টগার্ড মহাপরিচালক
পেকুয়ার নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া নুর পেয়ারা বেগম বিসিএস (প্রশাসন) ৩৮ তম ব্যাচের সদস্য। বিসিএস (প্রশাসন) ৩৮ তম ব্যাচে নুর পেয়ারা বেগমের মেধাক্রম ১৫ তম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে একজন ব্যাংকার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। নুর পেয়ারা বেগম এর স্বামী সাদাত হোসেনও বিসিএস (প্রশাসন) ৩৮ তম ব্যাচের একজন সদস্য। এর আগে নুর পেয়ারা বেগম চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন।
নুর পেয়ারা বেগম এর নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের দুয়ারিপাড়া গ্রামে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।