দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৬জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন’সহ ৩টি পদে মোট ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম।

চেয়ারম্যান পদে ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তাঁর সহধর্মিণী রোমানা আক্তার, সাবেক ২ বারের উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন,ড মো. আশরাফুল ইসলাম চৌধুরী সজিব,বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এ কে এম মহিউদ্দিন বাবর মুকুল ও তরুণ রাজনৈতিক উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট।

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জনের মনোনয়নপত্র দাখিল

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইতোমধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মমতাজ উদ্দিন,সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশা,পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি মাহবুবুল করিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ ও শাহাব উদ্দিন।

নারী ভাইস চেয়ারম্যান পদে ইতোমধ্যে যারা মনোনয়নপত্র দাখিল করেন তারা হলেন,বর্তমান নারী ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট উম্মে কুলসুম মিনু, বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলামের সহধর্মিণী উন্নয়ন কর্মী ইয়াসমিন সুলতানা,পেকুয়া ঋণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা আফছার উদ্দিনের সহধর্মিণী রাজিয়া সুলতানা।

নির্বাচন সম্পর্কিত আরও খবর

ঈদগাঁও উপজেলায় ১৭ জনের মনোনয়নপত্র দাখিল

কক্সবাজার সদর উপজেলা নির্বাচন : ৮২ কেন্দ্রে ভোটার ২২২৯৯৬

ইসলামপুর ইউপি নির্বাচন : ৯ কেন্দ্রে ভোটার ১৫১০৮

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।