এম. এ আজিজ রাসেল  :

কক্সবাজারে আসার পথে ডুলাহাজারা স্টেশনে লাইনচ্যুত হয় ঈদ স্পেশাল ট্রেনের দুটি বগির চাকা। এতে কেউ হতাহত হয়নি। সাময়িকভাবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। 

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭ টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ঈদ স্পেশাল ট্রেনটি যাত্রা করে। সেখানে যাত্রী ছিল প্রায় সাড়ে ৮ শ। সকাল সাড়ে ৯ টার সময় ট্রেনটি চকরিয়ার ডুলাহাজারা স্টেশনে প্রবেশকালে বগির চাকা লাইনচ্যুত হয়। এতে যাত্রী নিয়ে ট্রেনটি সেখানেই থেমে যায়। তবে ট্রেন সচল করার কার্যক্রম চলছে।’

তবে বেলা ১২ টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এদিকে দুপুর ১২ টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ‘পর্যটন এক্সপ্রেস’। এ নিয়ে বিপাকে পড়েছে কর্মকর্তারা। দুশ্চিন্তা ভর করেছে যাত্রীদের। এর আগে সকালে সুষ্ঠুভাবে ঢাকা থেকে কক্সবাজার আসে ‘কক্সবাজার এক্সপ্রেস’।