নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের খুরুশকুল ও পোকখালী ইউনিয়নের জেলে পরিবারের নারীদের নিয়ে  প্রাকৃতিক সম্পদের ব্যবহারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার সেন্টার হলরুমে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে।

কোস্ট প্রকল্পের মাধ্যমে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ও পোকখালী ইউনিয়নের জেলে পরিবারের নারীদের সার্বজনিন পেনশনের অংশগ্রহন করার অনুরোধ করেছেন ইউএনও।

উপজেলায় বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারদের নিয়ে প্রকৃতিক সম্পদ ব্যবহার করার পরার্মশ দেন।

কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিদেরকে অনুরোধ করে তিনি বলেন, জেলে পরিবারের নারীদের বিকল্প কর্মসংস্থানের কাজগুলো ওয়েবসাইটে দিতে পারলে ভালো হবে। কারণ আমরাও সময় সময় প্রয়োজনে দেখতে পারবো। বাংলাদেশ ডিজিটাল। সকল প্রতিষ্ঠানের কার্যক্রম ওয়েবসাইটে থাকা বাঞ্চনীয়।
নারীরা বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে। তারা পুরুষের পাশিপাশি সংসারের দায়িত্ব নিয়ে নারী নেতৃত্ব তৈরী হয়েছে ।
প্রকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার আঞ্চলিক টিম ও সহকারী পরিচালক মো: জাহাঙ্গীর আলম।

কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহিদ রহমান।

সুইজ ব্যুরোর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডশনের এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার আনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর, পোকখালী ইউপি সদস্য মো: লুৎফুর রহমান।

কর্মশালায় জেলে পরিবারের নারী সদস্য, ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ৩০ জন নারী সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কমর্শালা আয়োজনের উদ্দেশ্য ও প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার সোহেল মাহমুদ।