আনোয়ার হোছাইন , ঈদগাঁও:
বন্ধুর সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল মোঃ জসিম উদ্দিন নামের এক যুবক।এ ঘটনায় আব্দু শুক্কুর নামে অপর বন্ধুও আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। নিহত মোঃ জসিম উদ্দিন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার মৃত আমির হামজার ছেলে।
২৪ এপ্রিল (বুধবার) রাত ৯ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জসিম ও তার অপর বন্ধু শুক্কুর মোটর সাইকেল যোগে রামু থেকে ঈদগাঁওয়ের দিকে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে কক্সবাজারমুখি বেপরোয়া গতিতে যাওয়া অজ্ঞাতনামা একটি বাস মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জসিম। আহত শুক্কুরকে পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন । তবে আহত শুক্কুরের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
নিহতের চাচাতো ভাই রেজাউল করিম জানান, তারা দুই বন্ধু মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রামুর দর্শনীয় স্থান গুলো উপভোগ করে রাতে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়।
হাইওয়ে পুলিশের তুলা বাগান থানার পুলিশ দল ঘটনাস্থলে পরিদর্শন পূর্বক ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।