ড.আব্দুস সাত্তার
ছোট দুটি শব্দ মা-বাবা।এই শব্দ দুইটির মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ ও ভালোবাসা যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দ্বারা পরিমাপ করার সাধ্য কারো নাই। মা-বাবা সন্তানের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার বুকে সন্তানের জন্য মা-বাবার চেয়ে বড় আপন আর কেউ নেই। মাতা-পিতা আমাদের জন্ম থেকে বেড়ে উঠা, শৈশব-কৈশোর-যৌবন সবসময় আমাদের প্রতি দায়িত্ব পালন করেন। শৈশবে আমাদের লালন-পালন করতে মা যে কত কষ্ট করেন তা বর্ণনাতীত। আর বাবা আমাদের ভরণ-পোষণ সহ জীবনধারণের সবকিছুর জোগান দেন। সন্তানের জীবনে মা-বাবা এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের লালন-পালন থেকে শুরু করে সারাজীবন মা-বাবা আমাদের জন্য কত যে কষ্ট সহ্য করেন তা আর বলার অপেক্ষা রাখে না। সৃষ্টিকর্তা মা-বাবার খেদমত করার জন্য সর্বাধিক তাগিদ দিয়েছেন। আল্লাহ্তায়লা ইবাদতের পর মা-বাবার খেদমত করার নির্দেশ দিয়েছেন। মুসলিম জাতির উপর সৃষ্টিকর্তার ইবাদত করা ফরজ ঠিক তেমনি মা-বাবার খেদমত করা প্রত্যেক মানুষের উপরও ফরজ।
বর্তমানে দেশ/ বিদেশে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে/মেয়েদের অবস্থা করুণ ও ভয়াবহ। অশিক্ষিত লোকদের চেয়ে শিক্ষিতরা আধুনিকতার ছোঁয়ায় মা-বাবার সাথে দুর্ব্যবহার করছেন শিক্ষিত ছেলেরা। শিক্ষিত-অশিক্ষিত ছেলেরা তাদের প্রিয়তমা স্ত্রীর কুপরামর্শে মা-বাবার স্বগীয় সাহচর্য ছিন্ন করতে বাধ্য হন, যা অনেক হৃদয়বিদারক ও মর্মস্পর্শী।যারা মা-বাবার সাথে খারাপ ব্যবহার, তাঁদের অবাধ্যতা, কষ্ট দেয়া এবং তাঁদের সাথে দুর্ব্যবহার করে তাদের উপর আল্লাহ ও তাঁর রাসুল (সা:) এবং ফেরেশতারা অভিসম্পাত করেন। এরূপ কাজে সৃষ্টিকর্তা ভীষণ রাগান্বিত হন। মা-বাবার অবাধ্য ছেলে ও মেয়ে যত বেশি নামাজ, রোজা, হজ্ব করেন না কেন সে কখনো সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করবে না।
নিউজে দেখলাম ছেলের ৪টি বাড়ি ধানমণ্ডিতে অথচ বাবার ঈদ কাটলো বৃদ্দাশ্রমে! শুধু তাই নয় ,বৃদ্ধাশ্রমেই আশ্রয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আউয়াল স্যারের,-তার সন্তানেরা উচ্চ শিক্ষিত কুলাঙ্গার। তিন সন্তানের মধ্যে মেয়ে আমেরিকা প্রবাসী। বড় ছেলে উইং কমান্ডার । ছোট ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী। জীবনে এত কিছু থাকার পরও আজ তার দু’চোখে অন্ধকার। থাকেন আগারগাঁও প্রবীণ নিবাসে। এমনকি বাবা অসুস্থ দেখে ছেলে/মেয়ে বাবার সাথে থাকে না। অথচ কত কষ্ট করে এই আধুনিক ছেলে/মেয়েকে বড় করে পড়ালেখা করিয়েছে। প্রতিদিন দেশ কিংবা বিদেশে এই ধরনের ঘটনা ঘটছে অহরত।কত বড় পাপ, গুনাহ এই ছেলে/মেয়ে করেছে। আল্লাহ্তায়লা বলেন – লা’নত এই ধরনের ছেলে মেয়েদের জন্য। আল্লাহ্ এই ধরনের ছেলে/মেয়েদেরকে হেদায়েত করার তৌফিক দান করুন। আমিন।
কথা সাহিত্যিক ও সাংবাদিক
ওয়াশিংটন ডি সি
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।