সংবাদ বিজ্ঞপ্তি:
২৯ এপ্রিল রাত ৯ ঘটিকার সময় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বড়ঘোপ বাজার সংলগ্ন সাইট পাড়ায় ১৯-২০ টি পরিবারের বাড়ি পুড়ে যায় এবং আরো অনেক ক্ষয়ক্ষতি হয়। এতে কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিগন খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায়।
কোস্ট ফাউন্ডেশন উপকূলীয় অঞ্চলের যেকোন দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকায় প্রতিশ্রুতিবন্ধ। তারই প্রেক্ষিতে কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চৌধুরীর নির্দেশে এবং আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী আশেকুল ইসলামের তত্বাবধানে ক্ষতিগ্রস্থ পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উক্ত সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কালাম।
কোস্ট ফাউন্ডেশনের পক্ষে শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, এম টি এস শাহাদাত হোসেন এবং আরো সহকর্মীগণ উপস্থিত ছিলেন।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, কোস্ট সবসময় ক্ষতিগ্রস্ত এবং স্থানীয় মানুষের পাশে থাকে। এই জন্য তিনি কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, কোস্ট সর্বদা অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।
চমেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জহির এএসপি পদে পদোন্নতি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান আইনজীবীদের
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।