নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচন আগামী ২১ মে। উপজেলার প্রথম চেয়ারম্যান কে হচ্ছেন এনিয়ে ঈদগাঁওবাসীর জল্পনা কল্পনার শেষ নেই। এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান রাশেদ।
মঙ্গলবার(৩০ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখিত এমন ঘোষণা দেন সাবেক এই ছাত্রনেতা।
ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাসটি হুবহু তোলে ধরা হলো
“প্রাণপ্রিয় ঈদগাঁও উপজেলাবাসী,
আচ্ছালামু আলাইকুম /নমষ্কার।ঈদগাঁও উপজেলাকে ঢেলে সাজানোর স্বপ্ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। পারিবারিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার অক্ষমতা আপনারা ক্ষমা করবেন।
ইনশাআল্লাহ, আমি আপনাদের পাশে আছি, ছিলাম, এবং থাকব সারাজীবন।
ইতি আপনাদের ভাই / বন্ধু/ সন্তান
ইমরুল হাসান রাশেদ
সাধারন সম্পাদক, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ এবং সাবেক চেয়ারম্যান, জালালাবাদ ইউনিয়ন পরিষদ।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ হবে ২১ মে।
উল্লেখ্য ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার করলেন চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান রাশেদ, এম মমতাজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক রুবেল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।