বার্তা পরিবেশক:

সদরের ঝিলংজা চাঁন্দেরপাড়া মারকাযুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুর রহমান ভুট্টোর সভাপতিত্বে ২ মে বৃহস্পতিবার ২০২৩-২৪ইং শিক্ষাবর্ষে হিফজ সমাপনকারী ৩ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও চুনতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মাহমুদুল হক বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদের আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী করীম (সা.)-এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ নিহিত।

অতিথিরা বলেন, কুরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কুরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কুরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিলংজা ৫নং ওয়ার্ডের মেম্বার মাওলানা ফজলুল করিম। মাওলানা আবুল কাশেম, ঝিলংজা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, মাওলানা আবুল মনছুর ও বাস টার্মিনাল মনিরুল উলুম তাহফিজুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক তারেক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, আবু নাছের বাবুল,সংবাদকর্মী শহিদুল করিম শহিদ, জুলফিকার আলী ভুট্টো, কবির আহমদ, মোহাম্মদ হোছাইন, হাবিব উল্লাহ , জহির উদ্দিন।

এদিকে প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মারকাযুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মাওলানা মোর্শেদ আলম, শিক্ষক নুরুল আজিম ও মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন। এবং সম্মিলিত মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মাহমুদুল হক।