সিবিএন ডেস্ক:

ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় আজ বুধবার সকাল ৮ টায়। ভোট কাস্টিং শুরু হতে না হতেই কক্সবাজার পৌর প্রীপ্যারটরী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আনারস বনাম মোটর সাইকেল মুখোমুখি সংঘাতের অভিযোগ উঠেছে।

এতে উঠে আসে কক্সবাজার সদর উপজেলার মোটরসাইকেল প্রতীকের প্রধান এজেন্ট মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ও আনারস প্রতীকের এজেন্ট কাউন্সিলর সালাউদ্দিন সেতুর নাম।

ঘটনার এক পর্যায়ে মুখোমুখি হয়ে যায় মাবু ও সেতু। শুরু হয় কথা পাল্টাপাল্টি।


মেয়র মাহবুবুর রহমান অভিযোগ তুলে বলেন, আনারস প্রতীকের সমর্থকেরা পৌর প্রিপারেটরি কেন্দ্র থেকে নুরুল আবছারের দলের অনেকের প্রায় ২০টা মোবাইল ছিনিয়ে নিয়েছে। তাছাড়া সেখানে মারধরের ঘটনাও ঘটিয়ে ভোট ডাকাতি করতেছে। তারা এবিসি কেন্দ্র ও আরও কয়েকটা কেন্দ্রে এই ঝামেলা করতেছে।

মেয়র মাহবুবুর রহমান এই অভিযোগে বলেন, প্রশাসনের কাছে এর একটা সুষ্ঠু সমাধান চাই।

অভিযোগের বিষয়ে সেতু জানিয়েছেন, যেখানে ঘটনার অভিযোগ উঠেছে সেখানে তিনি উপস্থিত ছিলেন না। পৌর প্রীপ্যারটরী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট চলতেছে।

সেতু আরও বলেন, মেয়র সাহেব ছিনতাইয়ের গড ফাদার। আমি ওনার পরিষদের একজন প্যানেল মেয়র।

একপর্যায়ে প্রশাসন এসে ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।