শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কুতুবদিয়ায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হানিফ বিন কাশেম ।
বেসরকারি ফলাফলে ব্যারিস্টার হানিফ বিন কাশেম ২৭ হাজার ৩৯৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আছহাব উদ্দীন (অনারস প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট। তৃতীয় হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এড ফরিদুল ইসলাম চৌধুরী ৩ হাজার ৯৬৫ ভোট।
বুধবার রাত ৯ টায় কুতুবদিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো: নুরুল ইসলাম।
এ ছাড়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী আকবর খাঁন উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনাইদুল হক চশমা প্রতীক নিয়ে ১৩হাজার ২৫২ ভোট। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসিনা আক্তার বিউটি কলসি প্রতীক ২১হাজার ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছৈয়দা মেহেরুন্নেছা ফুটবল প্রতীক পেয়েছেন ১৫ হাজার ১১০।
দ্বীপে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৮টা থেকে ৩৭টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।