এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে লঙ্ঘনের মহা উৎসব পরিণত হচ্ছে । তবে এখনো পর্যন্ত প্রার্থীদের মধ্যে তীব্র বাক যুদ্ধ শুরু হয়নি,যে যার মত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে নির্বাচনে দেয়ালে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ হলেও কেউ মানছে না। সরেজমিনে দেখা যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের চশমা,বেলাল উদ্দিন শান্তর তালা ,মুবিনুল ইসলামের উড়োজাহাজ,মকসুদুল হক ছোট্টোর বই, মহসিন বাবুলের টিউবওয়েল, তপন দাসের টিয়াপাখির পোস্টারে বিভিন্ন এলাকার দেয়াল দখল হয়েগেছে। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাপিয়া বেগম চম্পার ফুটবল, জেসি চৌধুরীর কলস মার্কার পোস্টার চোখে পড়ার মত আচরণ লঙ্ঘন। তিন চেয়ারম্যান প্রার্থীর পোস্টারও বিভিন্ন অলিগলির দেয়ালে দেখা যাচ্ছে।
এই ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা চকরিয়া (ভূমি কর্মকর্তা) ইরফান উদ্দিন বলেন, এই পর্যন্ত বেশকয়েকজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। যাতে প্রার্থীরা আচরণবিধির ব্যাপারে সচেতন হয় তার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাবো।
আরো খবর পড়ুন
পতেঙ্গায় বিমান বিধ্বস্তে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু
কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত, নদী থেকে পাইলট উদ্ধার
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।