আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন অধিদপ্তরের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন আখন্দ।
শনিবার (১১মে) দুপুরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শনে আসেন।
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ,হেলথ হাইজিন প্রমোশন কর্নার,পুষ্টি বিষয়ক কাউন্সেলিং কর্নার (এএনসি পিএনসি কর্নার) ফার্মেসিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সেবা প্রদানকারীদের সেবার বিষয়ে মৌলিক পরামর্শ দেন।
পরিদর্শন শেষে তিনি সেবা গ্রহীতাদের সাথে চিকিৎসা সেবার মান নিয়ে আলাপ করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. এনামুল হক সহ চিকিৎসক ও এনজিও সংস্থার প্রতিনিধি।পরিদর্শন শেষে তিনি বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।