ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার চীফ জুডিসিয়াল কমপ্লেক্স হিল ডাউন সার্কিট হাউস চত্বরের পরিবর্তে কোর্ট চত্বরে স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবীরা।

রবিবার (১১ মে) সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমাবেশে আইনজীবীরা বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আদালত এক কিলোমিটার দূরে বাহারছড়ায় এলাকায় স্থাপন করলে প্রশাসনিক জটিলতা বাড়বে। ভোগান্তির শিকার হবে বিচার প্রার্থীরা।

কক্সবাজার আদালতে কর্মরত ১২শ আইনজীবী একমত, চীফ জুডিসিয়াল কমপ্লেক্স কোর্ট চত্বরেই স্থাপন করতে হবে।

মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ আইনজীবীগণ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, সাবেক পিপি এডভোকেট ফরিদুল আলম, সাবেক সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ তাওহিদুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী মো. আমির হোসাইন, এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট মাহবুবুল আলম টিপু, এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট রিদুয়ান আলী, এডভোকেট আহসান উল্লাহসহ সাধারণ আইনজীবীগণ বক্তব্য রাখেন।

এডভোকেট খুরশেদ আলম বুলুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ আইনজীবীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশের পরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চীফ জুডিসিয়াল ভবন প্রাঙ্গণে পৌঁছে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম সিদ্দিকীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।