আব্দুস সালাম,টেকনাফ:

টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটককৃত মাদক কারবারিরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ডাংগরপাড়ার মৃত আব্দুল শুক্কুরের ছেলে নিয়ামত উল্লাহ (৩০), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডাংগরপাড়ার আব্দুল শুক্কুরের ছেলে এনামুল্লাহ (২৫) ও ৭নং ওয়ার্ড মাঝেরপাড়ার মৃত বাচা মিয়ার ছেলে আব্দুর রহমান (২৪)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৪ মে) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, একটি দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে তিনজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারিদের তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।