টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন দুদক।
দুদকের তদন্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে জাফর আলমের বিরুদ্ধে এই মামলা করেন।
দুদকের মামলায় দাখিল হওয়া এ চার্জশিটে বলা হয়, ব্যয় পর্যালোচনায় দেখা যায়, জাফর আহমদসহ ১১ সদস্যের পরিবারের ১৭ বছরের পারিবারিক ব্যয় মাত্র ২০ লাখ ৮০ হাজার টাকা। যা অস্বাভাবিক মনে হয়েছে।
আরো বলা হয়, জাফর আহমদ তার নামে ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৯৯ টাকা ঋণ থাকার ঘোষণা দেন। কিন্তু তদন্তে উঠে আসে, তার নামে ঋণ রয়েছে ৭৪ লাখ ১৮ হাজার ৪৯ টাকা। জাফর আহমদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে সম্প্রতি চট্টগ্রাম আদালতে থাকা দুদকের প্রসিকিউশন শাখায় জাফর আহমদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন।
দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে বলেন, জাফর আহমদের বিরুদ্ধে দাখিলকৃত চার্জশিট ইতিমধ্যে আদালত দেখেছেন। আগামী ধার্য তারিখে (২০ মে) এটির গ্রহণ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
চার্জশিট দাখিলকারী ও দুদক কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন (তিনি মামলার বাদীও) তার দাখিলকৃত চার্জশিটে উল্লেখ করেন, একজন জনপ্রতিনিধি হয়েও জাফর আহমদ ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে তিনি ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন এবং ভোগ দখলে রেখেছেন।
জানা গেছে, আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে জাফর আহমদের পাশাপাশি তার ছেলে দিদার মিয়াও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।