সংবাদ বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ‘বাংলাদেশ এবং গণতন্ত্রের পুনর্জন্ম’ বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনার আগমনের পর হতাশাগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা সুসংগঠিত হতে শুরু করে। বিপন্ন যে জাতি দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের সব অর্জন হারাতে বসেছিল, তাদের মনে আবারও হারানো মুক্তিযুদ্ধের মূল্যবোধ ফিরে পাওয়ার আশা জাগে। শুরু হয় শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনের পথ চলা। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার ঢাকা বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃগ্রথিত হওয়ার যাত্রার শুভ সূচনা হয়। শেখ হাসিনাকে পেয়ে বাঙালি তার ‘বাঙালিত্ব’ ও ‘বাংলাদেশকে’ ফিরে পাওয়ার আশায় বুক বাঁধে।
শুক্রবার (১৭ মে) বিকেল ৪টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এড. রনজিত দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহদুর, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী, জেলা তাঁতী লীগের সভাপতি আরিফ উল মওলা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তসলিমা আকতার রুমানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সেহেল রানা, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তানজিবুল ইসলাম মিন্টু ও পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক বক্তব্য রাখেন।
এছাড়া আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙালি, কাউন্সিলর এম.এ মনজুর, কাজী মোস্তাক আহমেদ শামীম, জি এম আবুল কাশেম, রহিম উদ্দিন, ড. নুরুল আবছার, মোহাম্মদ জাকারিয়া, রিয়াজুল আলম, রোমেনা আকতার, মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবায়েদ রুমেল, আহসান সুমন, মিজানুর রহমান হেলাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম নেওয়াজ, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, যুবনেতা জিএম জাহিদ ইফতেখার, পৌর আওয়ামী লীগ নেতা এবি সিদ্দিক খোকন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, শামিম নেওয়াজ, রায়হান উদ্দিন, ফয়সাল, দিদার, আল মুকিত, মিন্টু, সুজনসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি বিশাল স্বাগত মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে আজকের এই দিনে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। সেদিন বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার, বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় চার নেতা হত্যার বিচার এবং স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা।
খবর পড়ুন
বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট
খুরুশকুলে খাল থেকে ২ জেলের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।