ঢাকা থেকে টেকনাফ যাওয়ার সময় রিলাক্স পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার হয়।
ঢাকা থেকে টেকনাফ যাওয়ার সময় কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫জন।
শুক্রবার (১৭ মে) সকালে মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ(২৬) ও কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন (৩০)।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিপ্লব কুমার নাথ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা যায়নি।”