মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মোহাম্মদ সাদাত হোসেন (১৮৯৯৪) কে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ সাদাত হোসেন সহ ২৪ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) পদে পদায়ন করা হয়।
কুতুবদিয়া উপজেলার নতুন এসি ল্যান্ড পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাদাত হোসেনের নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়।