আবদুল নবী, সিবিএন:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ডেইলপাড়ায় টমটম চাপায় এক শিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ড্রাইভার সহ আরও ৩ জন।
মঙ্গলবার (২১ শে মে) দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইউনিয়নের ডেইলপাড়ার দেলোয়ার হোসেনের মেয়ে আয়েশা মনি(৬)। সে আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নুরানি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আয়েশা মনি রাস্তার পাশে দোকানে যাওয়ার সময় দ্রুতগতির টমটম(মিশুক) গাড়ির শিশুটি পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দোকান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় টমটমের(মিশুক) ড্রাইভার শাহেদ যাত্রী নিয়ে গোরকঘাটা বাজার থেকে লম্বা ঘোনা বাজারে যাচ্ছিলেন। এতে ড্রাইভার’সহ ৩ জন আহত হয়েছেন।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।