ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলা ও জনগণ কে সচেতন করে ক্ষয়ক্ষতি রোধে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কাউন্সিলর এম এ মনজুরের পরিচালনার এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, কাজী মোস্তাক আহমেদ শামীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান পিপি, জেলা যুব লীগের সভাপতি ( সাবেক) সোহেল আহমদ বাহদুর, আওয়ামী লীগ নেতা সেলিম নেওয়াজ, ডা. সাকিব রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানিম মোর্শেদ , কক্সবাজার পৌর ছাত্র লীগের সভাপতি হাসান তারেক প্রমুখ।
প্রস্তুতি সভায় ঘূর্ণিঝড় ‘রেমান’ মোকাবেলায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কে চেয়ারম্যান , রেজাউল করিম কে কো চেয়ারম্যান,এড. রনজিত দাশ, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙালি, কাজী মোস্তাক আহমেদ শামীম, কাউন্সিলর এম এ মনজুর, হেলাল উদ্দিন কবির, মিজানুর রহমান ইকরা,উজ্জ্বল কর, এড. ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, নুরুল আজিম কনক, সোহেল আহমদ বাহদুর,ভাইস চেয়ারম্যান রোমেনা আকতার, রোমেনা আকতার, মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবায়েদ রুমেল, আশরাফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান হেলাল, ডা. সাকিব রেজা, সেলিম নেওয়াজ, আছিফুল মওলা, তানিম মোর্শেদ, সহ জেলা- পৌর- সদর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ১০১ সদস্যবিশিষ্ট একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ইউনুচ বাঙালি কে প্রধান করে উজ্জ্বল কর, এড. ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, নুরুল আজিম কনক, সোহেল আহমদ বাহদুর, মিজানুর রহমান, মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবায়েদ রুমেল কে সদস্য করে একটি জেলা আওয়ামী লীগের কন্ট্রোল রোম গঠন করা হয়, সেলিম নেওয়াজ কে সম্বন্বয়ক করে একটি আশ্রয়ণ টিম, ডা. মাহবুবুর রহমান কে আহ্বায়ক ও ডা. সাকিব রেজা কে সদস্য সচিব করে একটি মেডিকেল টিম গঠন করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ইউনুচ বাঙালি,কাউন্সিলর এম এ মনজুর,কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, মিজানুর রহমান ইকরা, নুরুল আজিম কনক,মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবাইদরুমেল, ভাইস চেয়ারম্যান রোমেনা আকতার, আশরাফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান হেলাল, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আছিফুল মওলা, সাংগঠনিক সম্পাদক এ বি ছিদ্দিক খোকন,সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ কায়সার,আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, যুবলীগ নেতা প্রভাষক জমির উদ্দিন, এম ফিরেজ উদ্দিন খোকা, মুবিন, সরওয়ার,ফয়সাল, এড. মোশাররফ,জেলা ছাত্র লীগের সহসভাপতি বোরহান উদ্দিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বাবুল সহ আ.লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।