অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় রেমাল পূর্ণশক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
তিনি জানান, আজ সোমবার(২৭ মে) বেলা ১০টার পর থেকে দুর্বল হতে শুরু করবে এই ঘূর্ণিঝড়টি।
আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় উইন্ডিডটকম ওয়েবসাইটে আজ সোমবার সকাল ৯টা নাগাদ দেখা গেছে, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এখনও বাংলাদেশের উপকূলে অবস্থান করছে। ঝড়টির প্রভাব আরও একদিন দেশের ওপর থাকতে পারে। আগামীকাল মঙ্গলবার(২৮ মে) ভোর নাগাদ এই প্রবল ঘূর্ণিঝড়টি দেশের সীমানা অতিক্রম করতে পারে।
রবিবার দিবাগত মধ্যরাতে এক ব্রিফিংয়ে আবুল কালাম মল্লিক ঘূর্ণিঝড়টি রবিবার দিবাগত রাত দেড়টা নাগাদ সর্বোচ্চ ১১১ কিলোমিটার গতিবেগ নিয়ে পটুয়াখালীতে আঘাত হানে। এসময় মোংলায় বাতাসের গতিবেগ ছিল ৮০ কিলোমিটার, কয়রা ৮৩ কিলোমিটার, খেপুপাড়া ৯১ কিলোমিটার।
আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে (১৭) বলা হয়েছে, এই সময়ে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি এসব বন্দরের আশপাশের উপকূলীয় জেলা ও দ্বীপ-চর সমূহ এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে দেখাতে বলা হয়েছে ৯ নম্বর মহাবিপদ সংকেত। পাশাপাশি এসব বন্দরের আশপাশের উপকূলীয় জেলা ও দ্বীপ-চর সমূহ এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।