বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় এলাকার পাশাপাশি আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গে। এতে একজনের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজার
আনন্দবাজার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরী আবহাওয়ায় কলকাতার এন্টালি এলাকার বিবির বাগানে মাথায় সিমেন্টের চাঁই পড়ে মোহাম্মদ সজীব (৫১) নামের একজন মারা গেছেন।
কলকাতায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবারও ভারী ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আট জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রিমাল’ বাংলাদেশের উপকূল এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের মধ্যে স্থলভাগে আছড়ে পড়েছে। বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন উপকূলে রবিবার রাত সাড়ে ৮টায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করে।
একাধিক জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার ফলে রাস্তা বন্ধ হয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে। গাছ কেটে রাস্তা ফাঁকা করার কাজ চলছে। দক্ষিণ ও উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া সুন্দরবনের গোসাবা এলাকায় একজন আহত হয়েছেন। অবশ্য ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই পশ্চিমবঙ্গের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।