এড. বাপ্পী শর্মা সভাপতি, বাবলা ও বলরাম যৌথ সাধারণ সম্পাদক
বার্তা পরিবেশক:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট ওই পূর্ণাঙ্গ কমিটি গত ৫ ডিসেম্বর অনুমোদন দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা। ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলেও এই কমিটির শুরু হয়েছে ১৭/০৯/২০২১ইং তারিখ থেকে। ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন-সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সহ-সভাপতি যথাক্রমে শ্রীমন্ত পাল সাগর (খুরুশকুল), মিটন পাল, মাষ্টার সুবল চন্দ্র দে (ঝিলংজা), নিরুপম শর্মা, শিপন পাল (খুরুশকুল), সাধারণ সম্পাদক (১ম বৎসর) বাবলা পাল, সাধারণ সম্পাদক (২য় বৎসর) বলরাম দাশ অনুপম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শর্মা (ঝিলংজা), প্রিয়তোষ দে, কোষাধ্যক্ষ আপন কান্তি দে (চৌফলদন্ডী), সহ-কোষাধ্যক্ষ অন্তর দে বিশাল (খুরুশকুল), সাংগঠনিক সম্পাদক সবুজ শীল (খুরুশকুল), সহ-সাংগঠনিক সম্পাদক মিটন শর্মা (ঝিলংজা), দপ্তর সম্পাদক পরিধন কান্তি দে (খুরুশকুল), সহ-দপ্তর সম্পাদক অভিযান শর্মা অভি (চৌফলদন্ডী), প্রচার সম্পাদক শুভ রাম দাশ, সহ-প্রচার সম্পাদক রুবেল পাল (খুরুশকুল), গণ সংযোগ সম্পাদক লালন পাল, সহ-গণ সংযোগ সম্পাদক ছোটন শীল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেবপ্রিয় ভট্টাচার্য্য আকাশ, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাহুল কান্তি দে, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ পিংকেল দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রকাশ চন্দ্র দে (খুরুশকুল), সমাজ কল্যাণ সম্পাদক অরুপ দে (খুরুশকুল), সহ-সমাজ কল্যাণ সম্পাদক রাজীব কান্তি দে (খুরুশকুল), আইন বিষয়ক সম্পাদক আদিত্য পাল, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক স্বপন দত্ত (চৌফলদন্ডী), পূজা বিষয়ক সম্পাদক ছোটন কান্তি দে (খুরুশকুল), সহ-পূর্জা বিষয়ক সম্পাদক সনজিত শর্মা (ঝিলংজা), মহিলা বিষয়ক সম্পাদক অঞ্জনা শর্মা (ঝিলংজা), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে-দীপক দাশ, অমল কান্তি দে (খুরুশকুল), মাষ্টার রতন কান্তি দে (খুরুশকুল), সুরেশ শর্মা (চৌফলদন্ডী), আপন শর্মা (ভারুয়াখালী), পিকলুময় পাল (খুরুশকুল), কিরন শর্মা (ঝিলংজা), সন্তষ শর্মা (পিএমখালী), দিলিপ শর্মা (ভারুয়াখালী), সুজন রায়, কাজল শর্মা, ভুবন চন্দ্র দে, সজল কান্তি দে, লালন দত্ত, কিরন শর্মা (পিএমখালী), রন রুদ্র (খুরুশকুল), রবিন পাল (খুরুশকুল), নিরুপম শর্মা বিকাশ, চন্দন শর্মা (পিএমখালী), দীপক দাশ (ঝিলংজা) ও তপন শর্মা (ভারুয়াখালী)।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।