নুরুল করিম, মহেশখালী
কক্সবাজার জেলার সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর মহেশখালী কর্তৃক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ‘মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ে মৎস্যজীবী ও জেলেদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৪ ই জুন (মঙ্গলবার) সকালে উপজেলা হল রুমে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দীন এর সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে শুরুতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক শ্রীবাস চন্দ্র চন্দ, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান।
এতে আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন.. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মহেশখালী রবিউল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন, উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম ‘সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল করিম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, এ প্রশিক্ষণ আপনাদের অনেক উপকারে আসবে, উল্লেখ্য ১০টি ব্যাচে ২৫ করে ২৫০ জন জেলে ও বোট মালিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।