১৯৩০ সালে তৈরি জনপ্রিয় ট্রেন ‘ইমপ্রেস’ কানাডা থেকে মেক্সিকো সিটির দিকে যাওয়ার পথে রেললাইনের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা। এই ট্রেনের সাথে ছবি তুলতে কিংবা ভিডিও করতে সকলে ব্যস্ত। এরই মধ্যে ২০ বছরের এক তরুণী সেই ট্রেনকে পিছনে রেখে সেলফি তুলতে গিয়ে মাথার পিছনে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সোমবার মেক্সিকোর হিদালগোতে এই ঘটনা ঘটেছে। নিহত তরুণী তার ছেলে এবং কিছু শিক্ষার্থীর সঙ্গে ট্রেন দেখতে রেললাইনের পাশে গিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কানাডা থেকে মেক্সিকো সিটির উদ্দেশে রওয়ানা হওয়া ইমপ্রেস নামের ট্রেনটি শুক্রবার (৭ জুন) মেক্সিকো সিটিতে পৌঁছাবে। এরপর জুলাইয়ে ট্রেনটি কানাডার উদ্দেশে মেক্সিকো ত্যাগ করবে। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবে ত্রিশের দশকে তৈরি কয়লাচালিত ট্রেন ইমপ্রেস।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।