হাছান মাহমুদ সুজন:

কক্সবাজারের কুতুবদিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার নিহত এলপি গ্যাস ব্যবসায়ী মো.তারেক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ধূরুং বাজারের ব্যবসায়ীবৃন্দ।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার ধুরুং বাজারের চৌরাস্তার মোডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোক র‍্যালি ও প্রতিবাদ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে তারেক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে শনাক্ত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোর্শেদুল আলম, ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহুল আলম সিকদার ও সিনিয়র সদস্য মো. হোছাইন, ধুরুং বাজারের ব্যবসায়ী যথাক্রমে ডাক্তার আবুল কালাম সিকদার, এস কে রনি ও রাশেদ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ধুরুং বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং নিহত তারেকের স্বজনসহ হাজার হাজার বিক্ষুব্ধ জনতা অংশ নেন।

উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়কের পাশ থেকে ধুরুং বাজারের ব্যবসায়ী তারেকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সে দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মৃত আবু তাহেরের ছেলে।