দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়ায় খালে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের সুতাচুরা ঠান্ডা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সুতাচুরা ঠান্ডার পাড়া এলাকার মৃত দুদু মিয়া পুত্র মো. নুরুল ইসলাম (৬০), একই এলাকার মৃত- আব্দুল হাকিমের পুত্র মো. নুর কাদের (২৬)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, মাছের ঘেরের খালে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে নুর কাদের গং ও মো. নাসিম গংদের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে দু পক্ষের মধ্যে মারামারি লেগে যায়, এতে দুই জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আসার খবর পেয়ে মোহাম্মদ নাসির গং এর ,মো. এনাম (৩৩), মো. সাজ্জাদ( ২৬) পালিয়ে যায়।

এ বিষয়ে উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম চৌধুরি জানান, মাছের ঘেরের বাঁধ নির্মাণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল এবং পেকুয়া থানায় অভিযোগ রয়েছে। উভয়পক্ষ আত্মীয় স্বজন হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা জন্য আমাকে অবগত করে আগামী সোমবার বৈঠকের কথা রয়েছে বৈঠকের আগে দুপক্ষ মধ্যে মারামারি হয়েছে বলে শুনলাম।

ঘটনার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বলেন,উজানটিয়ায় খালে বাঁধ দেয়ার বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।