ইয়াছির আরাফাত,প্যারিস ফ্রান্স
প্যারিস অলিম্পিক শুরু হতে আর ৪৯ দিন বাকি। এর মধ্য দিয়েই সাহিত্য ও সংস্কৃতির নগরীতে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের অপেক্ষা শুরু হলো।
আগামী ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হবে। যদিও খেলা শুরু হয়ে যাবে তারও দু-দিন আগে। ২৪ জুলাই ফুটবল, রাগবি সেভেন, হ্যান্ডবল ও আরচারির নানা ইভেন্ট শুরু হবে। প্যারিস অলিম্পিক গেমস চলবে ১১ আগস্ট পর্যন্ত।
এবার অলিম্পিকে বেশির ভাগ খেলাই হবে প্যারিস প্রাণ কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছে ভিন্নতা। প্যারিসের সিন নদীর তীরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলেটরা নৌকায় চড়ে সিন নদীতে ঘুরবেন। অলিম্পিক ইতিহাসে এ প্রথম মূল স্টেডিয়ামের বাইরে নেয়া হলো উদ্বোধনী অনুষ্ঠান।
প্যারিসের ঠিক উত্তরে সেন্ট ডেনিস অঞ্চলে অবস্থিত ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদ দ্য ফ্রান্স এবারের অলিম্পিকের মূল ভেন্যু। এখানেই হবে সমাপনী অনুষ্ঠান। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফুটবল ক্লাবের হোম ভেন্যু দ্য পার্ক দেস প্রিন্সেসে অলিম্পিক গেমসের সব ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া টেনিস ও বক্সিংয়ের সব খেলা হবে ফ্রেঞ্চ ওপেনের ভেন্যু রোলাঁ গাঁরোয়। বিস্ময়কর হলেও সত্য—প্যারিস অলিম্পিকের সার্ফিং খেলা অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ পলিনেশিয়ার দ্বীপ তাহিতিতে, যেটি প্যারিস থেকে ১০ হাজার মাইল দূরে অবস্থিত। তাহিতি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ, যা ফ্রান্সের অধিভুক্ত অঞ্চল। গেমসের ৯৫ শতাংশ ভেন্যুই আগে থেকে ছিল কিংবা অস্থায়ীভাবে নির্মিত। শুধু অ্যাকুয়াটিক সেন্টারটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ফলে টোকিও অলিম্পিক গেমস কিংবা কাতার ফুটবল বিশ্বকাপের মতো মেগা বাজেট লাগছে না প্যারিসের। ডাটা নিয়ে কাজ করা নিয়েলসেনের মতে, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সর্বোচ্চ ১২৩টি পদক জিতবে যুক্তরাষ্ট্র। টিম ইউএস প্রত্যাশা পূরণ করতে পারলে টানা অষ্টমবারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে পদক তালিকায় শীর্ষে থাকবে। তারা ৩৯টি স্বর্ণ, ৩৭টি রৌপ্য ও ৪৭টি ব্রোঞ্জ পদক জিতবে বলে পূর্বাভাস দিয়েছে গ্রেসনোট। বেড়াবেন অ্যাথলিটরা। প্রথমে ছয় লাখ দর্শককে নদীর তীর থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের সুযোগ দেয়ার কথা ছিল। যদিও এখন সেই সুযোগ পাবেন তিন লাখ আমন্ত্রিত অতিথি। এদিকে, প্যারিস অলিম্পিক সামনে রেখে গত মঙ্গলবার মশাল প্রজ্বালন সম্পন্ন হয়েছে। প্রাচীন অলিম্পিকের জন্মস্থান অলিম্পিয়ায় শিখা প্রজ্বালনের আয়োজন দেখতে বিশিষ্ট ব্যক্তিরা ও জনসাধারণ স্টেডিয়ামে জড়ো হন। এ স্টেডিয়ামেই খ্রিষ্টপূর্ব ৭৭৬ সালে প্রাচীনতম অলিম্পিক গেমস আয়োজনের রেকর্ড পাওয়া যায়। প্রাচীন গ্রিসের ঐতিহ্য ও মূল্যবোধে অনুপ্রাণিত একটি কোরিওগ্রাফিক ইভেন্টে হেরা মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে প্রাচীন পুরোহিতদের পোশাক পরা অভিনেত্রীরা স্টেডিয়ামে প্রবেশ করেন। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক থেকে এ ধরনের কোরিওগ্রাফিক ইভেন্টের আয়োজন করা হচ্ছে।
এবারের অলিম্পিক মশাল রিলের প্রথম রানার হলেন অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী রোয়ার স্টেফানোস এনটুসকোস।রিলের প্রথম ধাপে ৬০০ জনেরও বেশি বিখ্যাত অ্যাথলেট ও সাধারণ জনগণের হাতে ১১ দিন ধরে মশালটি গ্রিসে পাঁচ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করবে। মশালটির ভ্রমণ শেষ হবে এথেন্সের কেন্দ্রে অবস্থিত প্যানাথিনাইক স্টেডিয়ামে। ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এ স্টেডিয়ামেই হয়েছিল। এখানেই ২৬ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে মশালটি প্যারিস অলিম্পিকের আয়োজকদের হাতে তুলে দেয়া হবে।
রিলের প্রথম ধাপে ৬০০ জনেরও বেশি বিখ্যাত অ্যাথলেট ও সাধারণ জনগণের হাতে ১১ দিন ধরে মশালটি গ্রিসে পাঁচ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করবে। মশালটির ভ্রমণ শেষ হবে এথেন্সের কেন্দ্রে অবস্থিত প্যানাথিনাইক স্টেডিয়ামে। ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এ স্টেডিয়ামেই হয়েছিল। এখানেই ২৬ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে মশালটি প্যারিস অলিম্পিকের আয়োজকদের হাতে তুলে দেয়া হবে।এরপর মশালটি বেলেম নামের একটি তিন মাস্তুল বিশিষ্ট জাহাজে করে ফ্রেঞ্চ বন্দরনগরী মার্সেইয়ের উদ্দেশে যাত্রা করবে। এটি ৮ মে ফ্রান্সে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সেখানেই রিলের পরবর্তী ধাপ শুরু হবে। এ ধাপে এটি প্রায় ১০ হাজার মশাল বাহকের মাধ্যমে ২৬ জুলাই প্যারিসের অলিম্পিক কোল ড্রনে পৌঁছাবে। সেখানে সমাপনী অনুষ্ঠানের আগ পর্যন্ত আরো দুই সপ্তাহ থাকবে।আগামী ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্যারালিম্পিক গেমসেও মশালটি প্রজ্বলিত থাকবে। প্যারালিম্পিক উপলক্ষ্যে এক হাজার মশালবাহক ৫০টি ফ্রেঞ্চ শহরের মধ্য দিয়ে মশালটির রিলে সম্পন্ন করবেন।