আনোয়ার হোছাইন ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মালমুরা পাড়ার হাফেজ মাহবুব আলমের কন্যা আদিবা মনি এবং তার ভাগনি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি।
৯ জুন (রবিবার) দুপুরের দিকে মালমুরা পাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুরে তাদের ভাসমান লাশের সন্ধান মিলে।
জানা যায়, ঘটনার দিন পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে নিখোঁজ হন উক্ত দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে উক্ত পুকুরে ভেসে উঠে দুই শিশু। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে স্থলে নিয়ে আসে এবং পুকুরেই দুই শিশুর কন্যার মৃত্যু হয়েছে নিশ্চিত হন স্বজন ও উদ্ধারকারীরা।
সংবাদ পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ ।
তরতাজা দুই শিশু কন্যার এ মর্মান্তিক মৃত্যুতে উভয় পরিবারে শোকের মাতম চলছে।
পোকখালী ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ দুই শিশুর মৃত্যু ঘটনা নিশ্চিত করেন।