দেলওয়ার হোসাইন,পেকুয়া :

ধনী ও শিল্পোন্নত দেশের সরকারগুলো পৃথিবীর উষ্ণায়নে তাদের কৃতকর্মের ক্ষতিপুরণ করতে ক্রমাগত ব্যর্থ হয়েছে।এখনই সামরিক খাতে ব্যয় বন্ধ করে জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র‌্যালি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এ মানববন্ধন ও সাইকেল র‌্যালির আয়োজন করেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল ৯ টায় পেকুয়া উপজেলার বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে অনুষ্ঠিত সাইকেল র‌্যালি ও মাবনবন্ধনে উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ,পেকুয়া উচ্চ বিদ্যালয় ও আইডিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‌র‌্যালি শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, বান্দরবান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল জাফর,পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, নারী নেত্রী নুরুন নাহার নুরী, ছাত্র নেতা মোহাম্মদ রাজিব।

মানববন্ধনে বক্তারা বলেন, শিল্পোন্নত দেশগুলো জলবায়ু সঙ্কটের মূলে রয়েছে।
জি-৭ এবং অন্যান্য ধনী দেশের সরকারগুলি পৃথিবীর উষ্ণায়নে তাদের কৃতকর্মের ক্ষতিপুরণ পরিশোধ করতে ক্রমাগত ব্যর্থ হয়েছে।

তারা জীবাশ্ম জ্বালানি ভর্তুকি বাড়িয়ে সামরিক অবকাঠামো এবং অপারেশন গুলিতে কোটি কোটি টাকা ব্যয় করছে।

এখনই সামরিক খাতে ব্যয় বন্ধ করে জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধে প্রদক্ষেপ গ্রহন করতে হবে , জলবায়ু ঋণ নয়, প্রতিশ্রুতিও নয় এখন জলবায়ু ক্ষতিপূরণের অর্থ পরিশোধের দাবি জানান পরিবেশবাদীরা।

এসময় উপজেলা পরিবেশ ও জলবায়ু বিষয় নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।