আগ্নেয়াস্ত্র মামলায় এক সপ্তাহ ধরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে তিনটি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। খবর সিএনএন
মঙ্গলবার (১১ জুন) ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড হান্টারকে দোষী সাব্যস্ত করেন।
জানা যায়, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন।
৩ দেশের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে- প্রতিমন্ত্রী
ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট পুত্র হিসেবে হান্টার বাইডেনের এমন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার প্রথম নজির এটি। দোষী সাব্যস্ত হওয়ায় কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। নির্বাচনের আগে যা বাইডেনকে বেশ চাপে ফেলবে বলেই ধারণা বিশ্লেষকদের।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।