আব্দুস সালাম,টেকনাফ :

টেকনাফ উপজেলার সাবরাং জিন্নাখাল এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১১ জুন) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জিন্নাখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত স্থানে কৌশলগত অবস্থান নেই। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে জিন্নাখাল এলাকার দিকে আসতে দেখে তাকে গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পোটলাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত স্থানে তল্লাশি করে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।