নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বৃহত্তর পানবাজার রোড-এন্ডারসন রোড দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) রাতে ব্যবসায়ীদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল।

কমিটিতে মোহাম্মদ নাছির উদ্দিনকে আহবায়ক করা হয়েছে।

মোট ৩৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন ১১ জন।

তারা হলেন- আহমদ কবির, রুবাইছুর রহমান, জিল্লুর রহমান কাজল, আব্দুল মান্নান, জসিম উদ্দিন, মো. নাসির উদ্দিন সুমন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ জাহেদ, আনোয়ারুল ইমরান রায়হান ও ফরিদ কবির।

এছাড়া ২৫ জনকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে রয়েছেন, কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, রফিক মাহমুদ, মোরশেদুর রহমান খোকন, রাশেদ আবেদীন সবুজ, মিজানুর রহমান, আবু মুসা, আক্তার কামাল ও শফিকুর রহমান।

কমিটি ঘোষণা শেষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল বলেন, বৃহত্তর পানবাজার রোড-এন্ডারসন রোড কক্সবাজার শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার ব্যবসায়ীদের সুসংগঠিত করে ব্যবসাবান্ধব একটি পরিবেশ সৃষ্টি করতে চাই। এতে সবার আন্তরিক সহযোগিতা দরকার।

তিনি বলেন, সর্বস্তরে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে সমিতির কমিটি গঠন করা হবে।

ব্যবসায়ীরা তার কথার সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেন এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন।