টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ফের ভেসে আসছে মর্টারশেল ও গোলাগুলির শব্দ। বিস্ফোরণের বিকট শব্দে বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গত এক সপ্তাহে প্রতিবেশী দেশটি থেকে তিনবার গুলি করা হয়েছে। আতঙ্কে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ বন্ধ রয়েছে। খাদ্য সংকটের সঙ্গে সেন্টমার্টিনের প্রায় ১০ হাজার বাসিন্দা প্রতিটি মুহূর্ত আতঙ্কে দিন পার করছে। এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড।
বুধবার (১২ জুন) মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে ওঠে সেন্টমার্টিন। পরে আকাশে যুদ্ধবিমানের টহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নাফ নদে মিয়ানমারের জাহাজ ভিড়লে যোগ হয় বাড়তি মাত্রা। এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন টেকনাফ-সেন্টমার্টিনের বাসিন্দারা।
চকলেট ভেবে ইঁদুর মারার বিষ, নিহত ১
সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসনাইন বলেন, সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টারশেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে টেকনাফ সাবারাং শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, দ্বীপের পূর্বে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন মংডুতে হাসসুরাতা ও মেরুল্ল্যা গ্রামে ব্যাপক মর্টার শেলের শব্দ হচ্ছে। ওপারের বিকট শব্দে কেঁপে উঠেছে এপারের বাড়ির উঠান। এ ছাড়া আকাশে যুদ্ধবিমানও দেখা গেছে। জলসীমায় সে দেশের জাহাজ দেখা যাচ্ছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সারারাত মিয়ানমার থেকে মর্টারশেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এতে বাড়িঘর কেঁপে ওঠে, দ্বীপের লোকজন খুবই আতঙ্কে রয়েছেন।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।