মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সড়ক দুর্ঘটনায় গুরতর আহত
কক্সবাজার জেলা পরিষদের হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল মান্নান এর দেহে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। চকরিয়ার ডুলাহাজারা মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে সোমবার ১৩ ডিসেম্বর রাতে হাসপাতালের চীফ অর্থোপেডিক সার্জন ডা. স্টিফেন কেলী’র নেতৃত্বে গঠিত সমন্বিত একটি অস্ত্রোপচার টিম স্পর্শকাতর এ অপারেশন সম্পন করেন।
আবদুল মান্নানের বাম হাতের বাহুর নীচে, কনুই এর উপরে ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য এ অপারেশন করা হয়। সোমবার বিকেল ৪ টা ৪৫ মিনিটের দিকে মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁকে নেওয়া হয় এবং দীর্ঘ পৌনে ৩ ঘন্টা অর্থাৎ রাত সাড়ে ৭ টার দিকে চিকিৎসকগণ অস্ত্রোপচার শেষ করার পর তাঁকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়। রাত পৌনে ৮ টার দিকে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত তাঁর জ্ঞান ফিরেনি।
কক্সবাজার জেলা পরিষদের হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল মান্নান গত ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন। এদিন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা হাজীপাড়া খাদ্য গুদামের নিকটে সিএনজি’র সাথে একটি বাসের প্রচন্ড ধাক্কায় এ দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনায় মোহাম্মদ আবদুল মান্নানের শরীরের বাম বাহুর নীচের অংশ, বাম কুনই এর উপরের অংশের হাড় ভেঙ্গে দ্বিখন্ডিত হয়ে যায়। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, পরে ডুলাহাজারা খৃষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে কক্সবাজার শহরের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটা’য় বসবাসরত জেলা পরিষদের হিসাবরক্ষক
মোহাম্মদ আবদুল মান্নান রামু উপজেলার কাউয়ারখোপের মরহুম আলহাজ্ব মনির আহমদ ও মরহুমা হালিমা খাতুনের জ্যেষ্ঠ সন্তান এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তসলিমুন্নেছা ও কবি কামাল হোসেন’র বড় ভাই।
এদিকে, মোহাম্মদ আবদুল মান্নানের দেহে সফল অপারেশন করায় মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালের চিকিৎসক ও হাসপাতালের সংশ্লিষ্ট অন্যান্যদের কৃতজ্ঞতা জানিয়েছেন-তাঁর সহধর্মিণী দিলরুবা ওসমানী। তিনি তাঁর স্বামী আবদুল মান্নানের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সকালের কাছে দোয়া কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।