মুহাম্মদ শাহ জাহান, ইউএই:
মুসলিম বিশ্বের পবিত্রতম দিন ঈদুল আজহা আগামীকাল রবিবার (১৬ জুন) সৌদি-আমিরাতসহ মধ্যপ্রাচ্যে জুড়ে পালিত হবে। আজ অত্যন্ত ফজিলত পূর্ণ ইয়াওমুল আরাফার দিন। হাজীরা ইতিমধ্যে আরাফাতে অবস্থান করছেন। রোজা রাখার মধ্য দিয়ে পালিত হবে এ দিবস।
এদিকে ১৫ জুন থেকে ১৮ জুন (শনিবার-মঙ্গলবার) চার দিনের পাবলিক ছুটি ঘোষণা করেছে আমিরাত সরকার। ঈদের ছুটি উপলক্ষ্যে মওকুফ করা হয়েছে পার্কিং ও টোল ফি।
আমিরাতে বিভিন্ন স্টেশনে নিম্নোক্ত ঈদের নামাজের সময় সূচি ঘোষণা করা হয়েছে।
আবুধাবী-৫:৫০টা, দুবাই-৫:৪৫ টা, আল আইন, শারজাহ ও আজমান-৫:৪৪ টা, উম্মুল কুয়াইন-৫:৪৩, রাস আল খাইমা ও ফুজাইরা- ৫:৪১টা।
ফজর নামাজের পরপরই মুসল্লীরা ঈদগাহে অবস্থান নিবে। বিভিন্ন দেশের প্রবাসী, নারী, পুরুষ ও শিশুরা এক সঙ্গে নামাজ আদায় করবে মসজিদে। আল্লাহু আকবর তাকবিরের ধ্বনিতে প্রকম্পিত হবে মসজিদ প্রাঙ্গণ।
উল্লেখ্য যে আরবি জিল হজ্জ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। পশু কুরবানির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। এদিকে স্থানীয়দের পাশাপাশি গরু, ছাগল, উট, দুম্বা দিয়ে প্রবাসীরাও সাধ্যমতো পশু কুরবানি করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।