সিবিএন ডেস্ক:
লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতির ঘোষণার প্রতিক্রিয়ায় দেশটিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

২০ জুন একটি প্রতিবেদনে সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেলিভিশন ভাষণে পাল্টা হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, ইসরায়েল যদি লেবাননের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল, আকাশ এবং সমুদ্রে প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে।

তিনি বলেন, লেবাননের প্রতিরোধ এখন পর্যন্ত তার অস্ত্রের একটি অংশ নিয়ে যুদ্ধ করেছে। পুরো ইসরায়েল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে। হিজবুল্লাহর কাছে অত্যন্ত উন্নত এবং নতুন অস্ত্র রয়েছে। প্রয়োজন হলে এগুলো উন্মোচন করা হবে। যুদ্ধ শুরু হলে ইসরাইলের কোন জায়গাই নিরাপদ রাখা হবে না।

ওই ভাষণে ইসরায়েলকে সহযোগিতা করার পরিণতির ব্যাপারে সাইয়েদ হাসান নাসরুল্লাহ সাইপ্রাসকে সতর্ক করে বলেন, আমরা সাইপ্রাস সরকারকে এই মর্মে সতর্ক করে দিচ্ছি যে, তারা যদি লেবাননে হামলা করার জন্য ইসরায়েলকে তাদের বিমানবন্দর কিংবা ঘাঁটি খুলে দেয়, তবে তা যুদ্ধের অংশ হিসেবে পরিগণিত হবে।

তিনি আরও বলেন, আমরা গাজার প্রতি আমাদের সংহতি, সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখবো। আমরা সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। কোন কিছুই এই কাজ থেকে আমাদের বিরত রাখতে পারবে না।