অলাইন ডেস্ক: সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় রাসেল’স ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট দিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে পুরোনো ঘটনাকে সাম্প্রতিক বলে দাবি করছেন।
এরই মধ্যে ফেসবুকে একটি শিশুকে নিয়ে দেওয়া পোস্ট ভাইরাল হয়েছে। ওই শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, যশোর জেলার নওয়াপাড়ায় বাড়ির উঠানে খেলার সময় রাসেল ভাইপারের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
একই ছবি ফেসবুকে শেয়ার করেছেন চলচ্চিত্র নায়িকা এবং নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। তিনি ছবিটি পোস্ট করে দাবি করছেন, সিরাজগঞ্জে বাড়ির উঠানে খেলার সময় রাসেল ভাইপারের কামড়ে এক ছোট শিশুর মৃত্যু হয়েছে। অবশ্য পরে তিনি এই পোস্টটি ডিলিট করেছেন। পরে যশোরের ঘটনার দাবি সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন অঞ্জনা রহমান।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, যশোর বা সিরাজগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে শিশু মৃত্যুর ঘটনাটি উক্ত এলাকার নয়। এই ঘটনা সম্প্রতিও ঘটেনি। কক্সবাজারে ২০২২ সালে সাপের কামড়ে মারা যাওয়া শিশুর ছবি ব্যবহার করে আলোচিত ভুল দাবিগুলো প্রচার করা হচ্ছে।
নিউমর স্ক্যানার আরও জানায়, ২০২২ সালের ১২ অক্টোবর কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ায় সাপের কামড়ে সাদেক মো. জিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুটি কোন সাপের কামড়ে মারা গেছে তা খবরে উল্লেখ করা হয়নি। অর্থাৎ, সাম্প্রতিক ঘটনার দাবিতে যে শিশুর ছবি প্রচার করা হচ্ছে সে ২০২২ সালেই মারা গেছে।
আজ বা সম্প্রতি রাসেল’স ভাইপারের আক্রমণে যশোরের নওয়াপাড়া কিংবা সিরাজগঞ্জে কারও মৃত্যু হয়েছে কি না সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। রিউমর স্ক্যানার এ বিষয়ে কথা বলেছিল যশোরের নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সঙ্গে। তিনি জানিয়েছেন, নওয়াপাড়ায় রাসেল’স ভাইপারের আক্রমণে শিশুর মৃত্যুর খবরটি মিথ্যা।
এদিকে কক্সবাজারেও এসব গুজব ছড়িয়ে পড়েছে। ২০২২ সালের ১২ অক্টোবর কক্সবাজারের পেকুয়া সাপে কাটা পুরাতন ছবিটাকে শেয়ার করে বর্তমানে রাসেল ভাইপারের নামে চালিয়ে দিচ্ছে। এবং দ্রুত ছড়িয়ে পড়ছে।
– কালবেলা