আব্দুল্লাহ সায়েম, কক্সবাজার:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৬৬/৩ পোল্ডার কক্সবাজার এর আওতায় অনলাইন ভিত্তিক অ্যাপস ব্যবহার ও প্রয়োগ পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও ইআইপি-১ পানি ব্যবস্থাপনা দলের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৪’ই জুন) চৌফলদন্ডীর একটি রেস্টুরেন্টের হল রুমে ইআইপি-১ পানি ব্যবস্থাপনা দলের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত এই নির্বাচনের আহবায়ক ছিলেন এম,আবদুল্লাহ খাঁন। এছাড়াও সদস্য হিসেবে নির্বাচন পরিচালনায় ছিলেন আহম্মেদ রফিকুল হাসান ও নুরুন্নবী।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া অনলাইন ভোটে সর্বমোট ৯৮ জন ভোটারের মধ্যেই ৭৪ জন ভোট প্রয়োগ করেন। এসময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফেনীর উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলাম ভূইয়া, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা হারুনুর রশীদ, সম্প্রসারণ উপদর্শক মো: হুমায়ুন কবির, আইটি স্পেশালিষ্ট মোসলেম মিয়া ও উচ্চমান সহকারী এ এস এম মাসুদুল হক সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৬৬/৩ পোল্ডার কক্সবাজার এর আওতাধীন ইআইপি -১ পানি ব্যবস্থাপনা দলের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আজিম, সহ সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক এম,ওবাইদুল্লাহ খাঁন হিরু, যুগ্ম-সম্পাদক কাউছার খান ও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সাদেক উল্লাহ। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাত জন।